সর্বশেষ

42.5 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে প্রধান ফটকে তালা দিল শিক্ষার্থীরা

টপ নিউজ ডেস্কঃ মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করার প্রতিবাদে মূল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা।এই সময় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবিও জানান তারা ।


এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আকিব জাবেদকে ভাড়া নিয়ে বিতর্কে মারধর করে সিএনজি চালকরা। শিক্ষার্থী আকিব জাবেদ বলেন, আমরা দুই-তিনজন ছিলাম। জিরো পয়েন্টে আমাদের সঙ্গে ভাড়া নিয়ে স্থানীয় লোকজনদের তর্কাতর্কি হচ্ছিল। এই সময় সিএনজি চালক আমাকে ধাক্কা দেয় এবং গায়ে হাত তোলে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সিএনজি চালকরা বিভিন্ন সময় আমাদের সাথে খারাপ আচরণ করছে। এমনকি গায়ে পর্যন্ত হাত তুলছে তারা। আমরা প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছিলাম তারপরেও প্রক্টরদের কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। আজকেও জিরো পয়েন্টে আমাদের এক সহপাঠীকে মারধর করেছে সিএনজি চালকরা। এই কারনে আমরা প্রধান ফটকে তালা লাগিয়েছি।


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আহসানুল কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গায়ে হাত তোলার প্রতিবাদে ছাত্ররা মূল ফটকে তালা দিয়েছে। আমরা ছাত্রদের সংঙ্গে কথা বলেছি। সমাধান হয়ে যাবে।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles