সর্বশেষ

35.7 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

চলে গেছেন প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি

টপ নিউজ ডেস্কঃ মারা গেছেন ঢাকাই সিনেমার এক সময়ের প্রভাবশালী প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। গতকাল (সোমবার) ভোরে রাজধানীর উত্তরার রেডকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অপূর্ব রানা।

সোমবার (২৪ অক্টোবর) সকালে উত্তরার ৭নং সেক্টরের জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

পরিচালক আজিজুর রহমান সিনেমা অঙ্গনে পা রাখেন সত্তর দশকে ‘নাচের পুতুল’ প্রযোজনা করে। এরপর পরিচালনার খাতায় নাম লেখান ১৯৮০ সালে ‘শেষ উত্তর’ দিয়ে। তিনি প্রথম সিনেমা দিয়েই দেশজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন। সবশেষ, এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়। তার অধিকাংশ সিনেমা চিত্রায়িত হয়েছে বিদেশে। এ কারণে তিনি ইন্ডাস্ট্রিতে ‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ হিসেবে পরিচিত ছিলেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles