সর্বশেষ

42.5 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ উপ-নির্বাচনে ককটেল উদ্ধার

টপ নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ভোট কেন্দ্রের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে একটি ককটেল ।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এক ককটেল উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আলমগীর জাহান নিশ্চিত করেছেন বিষয়টি । ওসি বলেন, ভোট কেন্দ্রের ভিতরের এক কোনায় উদ্ধার করা হয়েছে একটা পরিত্যক্ত ককটেল । আমাদের অভিজ্ঞ টিম সেখানে রয়েছে।

এর আগে জেলা শহরের ২৭ নম্বর কেন্দ্রে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রার্থী আব্দুল ওদুদের কর্মী সমার্থকদের মধ্যে ঘটনা ঘটে ধাওয়া পাল্টা।

সকালে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটায় দুই গ্রুপের কর্মী সমর্থকরা। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ২৭ নম্বর কেন্দ্রে দুই গ্রুপের মধ্যে ঘটনা ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার । তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। এছাড়াও গণ্ডগোলের সময় ইমিএমে ত্রুটি থাকায় কেন্দ্রটিতে শুরু হয়নি ভোটগ্রহণ ।

আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন এই কেন্দ্রে ভোট প্রদান করে প্রশ্নের মুখোমুখি হন সাংবাদিকদের । সে সময় তিনি বলেন, ভোটগ্রহণের সময় আমার কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে এসে দেখলাম খবরটি সত্য।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles