সর্বশেষ

37 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

চালের বাজার ঠান্ডা হচ্ছে

টপ নিউজ ডেস্কঃ বেসরকারিভাবে শুরু হয়েছে সীমিত পরিসরে চাল আমদানি । গত মাসে চাল আমদানির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে লাগাম আসে বেপরোয়া হয়ে ওঠা চালের দামে ।

এখন আমদানি শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে চালের দাম কমতে শুরু করেছে কিছুটা । আগামী সপ্তাহে দেশের প্রধান এই খাদ্যপণ্যের দাম আরও কমবে বলে খাদ্য মন্ত্রণালয় আশা করছে ।
তবে ব্যববায়ীরা বলছেন, ২৭ শতাংশ শুল্ক রাখায় আমদানি হবে না বেশি মোটা চাল । ফলে আমদানির পথ খুললেও প্রভাব পড়ার আশা কম বাজারে ।

রোববার পর্যন্ত চাল আমদানির জন্য শেষ দিন ছিল আবেদনের । ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয় ৯ লাখ ১০ হাজার টন চাল আমদানির অনুমোদন দিয়েছে ।

এ পর্যন্ত ইমপোর্ট পারমিশন (আইপি) ক্লিয়ারেন্স ৪ লাখ টনের বেশি নেওয়া হয়েছে । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ১১শ টন চাল ভোমরা ও বেনাপোল বন্দর দিয়ে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles