সর্বশেষ

37.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

চালের বাজার স্থিতিশীল

টপ নিউজ ডেস্কঃ বিক্রেতারা বলছেন, নতুন করে অর্ডার দিলেই বাড়তি টাকায় গুঁড়াদুধ, সাবান-ডিটারজেন্ট, আটা-ময়দা, চিনি কিনতে হচ্ছে । অসহায় ভোক্তারা বলছেন, বাধ্য হয়ে আছেন এ শহরে, ঢাকা ছাড়তে পারছেন না ।

দফায় দফায় দাম বৃদ্ধির পর কয়েক দিন ধরে চালের বাজার স্থিতিশীল । নানা সমীকরণে আটকে আর ভোজ্যতেলের দাম বাড়েনি । তবুও নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই । কারণ, গত ৪-৫দিনে দুই কেজির এক প্যাকেট ময়দায় ১৪ আর আটার দাম ২৪ টাকা বেড়েছে । ৯০ টাকার এক প্যাকেট চিনির দাম ৯৫ টাকা হয়েছে ।

টিসিবির গতকাল সোমবারের হিসাবে, বাজারে এখন এক কেজি সরু চাল ৬৫ থেকে ৮০ টাকা দরে কেনা যাচ্ছে । মাঝারি চাল ৫৫ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে কেজিতে। মোটা চাল সর্বনিম্ন ৫৫, সর্বোচ্চ বিক্রি হচ্ছে ৫৮ টাকায় । চালের বিকল্প খাদ্য আটার (খোলা) দামও এক মাসে ২০ শতাংশ বেড়েছে । সপ্তাহ ব্যবধানে ব্র্যান্ডভেদে গুঁড়া দুধের দাম ৫০ টাকা বেড়েছে । কোনো কোম্পানি আবার সর্বোচ্চ খুচরামূল্য না বাড়ালেও খুচরা ব্যবসায়ীদের লাভের অঙ্কে ভাগ বসিয়েছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles