সর্বশেষ

28.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

চিকিৎসাসেবা থেকে শুরু করে সব কাজে যুবকরাই এগিয়ে: প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুবকরাই দেশকে এগিয়ে নেবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন । তিনি বলেন, ১৯৭১ সালে যুবকরাই অস্ত্র হাতে নিয়েছিল। আমরা বীরের জাতি। আমাদের বীরের জাতি হিসেবে চলতে হবে মাথা উঁচু করে । কারও কাছে নত করা যাবে না মাথা ।

শেখ হাসিনা বলেন, করোনার সময় আমি দেখেছি, চিকিৎসাসেবা থেকে শুরু করে সব কাজে যুবকরাই এগিয়ে এসেছে। কিন্তু এটা গর্বের বিষয়। নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে বিশ্ব এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এটা করবে আমাদের যুবকরাই ।

আমাদের যুবকরা এত বেশি মেধাবী যে তারা সব কাজে অবদান রাখতে পারবে।

মঙ্গলবার (১ নভেম্বর) ‘জাতীয় যুব দিবস-২০২২’-এর উদ্বোধন এবং ‘জাতীয় যুব পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে । প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে অংশগ্রহণ করেন তিনি ভার্চুয়ালি । মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ।

‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় যুব দিবস পালিত হচ্ছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles