সর্বশেষ

34.4 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

চিফ হিট অফিসার ডিএনসিসি থেকে পাবে না কোনো বেতন-ভাতা

টপ নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সদ্য নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন প্রসঙ্গে মেয়র আতিকুল ইসলাম জানান, ডিএনসিসিতে এমন কোনো পদও নেই।

সে কারণে এখানে সে অফিস করবে না কোনো। তার কোনো বেতন-ভাতাও ডিএনসিসি দেবে না । সোমবার (৮ মে) উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ডিএনসিসি মেয়র’স কাপ টুর্নামেন্ট-২০২৩ এর ভলিবল বিভাগের উদ্বোধন অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, এশিয়ার মধ্যে প্রথমবারের মতো ঢাকা শহরে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বুশরা আফরিনকে । এটা গর্বের বিষয় আমাদের জন্য ।

তবে এই নিয়োগ বিষয়টা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নয়, এই পদের জন্য কোনো চেয়ার বা পোস্ট নেই সিটি কর্পোরেশনে । তার যা যা দরকার আর্শট-রক ফেলার ফাউন্ডেশন সবই দেবে। তারা এখন পর্যন্ত সারা বিশ্বে ৭ জন নারীকে নিয়োগ দিয়েছে চিফ হিট অফিসার হিসেবে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles