সর্বশেষ

37 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

চীনে করোনার তাণ্ডব, কয়েকটি শহরে লকডাউন

টপ নিউজ ডেস্কঃ নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে চীনে আবার বাড়েছে করোনা সংক্রমণের হার। এর মধ্যে জিলিন প্রদেশে শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ অবস্থায় চীনে সংক্রমণ কমাতে বেইজিংসহ বেশ কয়েকটি শহরে লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দেশটিতে একদিনে এক হাজার ৩১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে চীনের জিলিন প্রদেশে শনাক্তের হার সবচেয়ে বেশি।এ অবস্থায় সংক্রমণ প্রতিরোধ করতে দেশটির কয়েকটি শহর লকডাউনের আওতায় এনেছে দেশটির সরকার। করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় নিয়ে আসতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে চীনের করোনা সংক্রমণ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের তুলনায় অনেক কম হলেও এটাকে বাড়তে না দিতেই লকডাউন ঘোষণা করা হয়েছে । এই অবস্থায় লকডাউনের আওতায় থাকা সকল মানুষদের ফের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এদিকে চীনের উহান শহরে প্রথমে করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের শেষে। এরপর করোনা সংক্রমণ অতি দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি বিভিন্নভাবে নিজের ধরন বদলে তাণ্ডব চালিয়ে এলেও, চীন কঠোর লকডাউন এবং নানান বিধিনিষেধ আরোপের মাধ্যমে তা নিজেদের নিয়ন্ত্রণে রাখছিল। তবে চীনে আবার ওমিক্রনের প্রভাবে তা আবার বাড়তে শুরু করেছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যঅনুযায়ী দেখা গেছে, মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৬০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ৩৭৮ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৮২ হাজার ৬৬৭ জন।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles