সর্বশেষ

32.9 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

চ্যাটজিপিটি বদলে দেবে বিশ্বকে: বিল গেটস

টপ নিউজ ডেস্কঃ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে চ্যাটজিপিটি মানুষের মতো উত্তর দিতে পারে, যা করতে পারে না গুগলও। চ্যাটজিপিটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কন্টেট ক্রিয়েটর। যার পুরো নাম হচ্ছে ‘জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার’।

বিশ্বের প্রথম সারির মার্কিন গবেষণা ল্যাবরেটরি ওপেন এআই এই চ্যাটবট ২০২২ সালের নভেম্বরে বাজারে আনে। এবার মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস চ্যাটজিপিটি সম্পর্কে মুখ খুললেন। তিনি বলেছেন, বিশ্বকে চ্যাটজিপিটি বদলে দেবে। রয়টার্সের খবর অনুসারে, তিনি জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাটকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

এর সম্পর্কে বিল গেটস আরও বলেন, আগের কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো সব বিষয়ে লিখতে ও পড়তে পারতো, কিন্তু  বিষয়বস্তুগুলো বুঝতো না। কিন্তু নতুন প্রোগ্রামগুলো চালানো বা চিঠি লিখতে সাহায্য করবে চ্যাটজিপিটি। এতে অফিসের কাজও আরো সুনিপুণ হবে। শ্রম ও সময় বাঁচবে। তবে এর মাধ্যমে মানুষের চাকরীর বাজার সঙ্কুচিত হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles