সর্বশেষ

31.6 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ; বললেন প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ হতে যাচ্ছে । অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ দায়ী নয় কোনো মতেই ।

বৃহস্পতিবার সকালে আয়োজিত বাংলাদেশ ডেলটা প্ল্যান-২১০০ ইন্টারন্যাশনাল কনফারেন্স রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সেনারগাঁওয়ের বলরুমে : ‘বাস্তবায়নে সমস্যা ও প্রতিবন্ধকতা’ তিনি এ কথা বলেন শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী গণভবন থেকে সম্মেলনে যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি ।

তিনি জানান, বাংলাদেশের এমন একটি ভৌগলিক অবস্থান প্রতি নিয়ত আমাদের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে চলতে হয় মোকাবিলা করে । বন্যা, খরা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, পাহাড় ধস—প্রতি নিয়ত আমাদের মোকাবিলা করতে হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত দুর্যোগ মোকাবিলা নীতিমালা আমরা চলি অনুসরণ করে। কিন্তু আমাদের নদী-মাতৃক দেশ, প্রায় ৭০০ নদী আছে আমাদের দেশের ভেতর দিয়ে । তাছাড়া জলাভূমি আছে আমাদের ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles