সর্বশেষ

39.4 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে এলো ১২৮০ গাড়ি

টপ নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো জাপান থেকে বিদেশি গাড়িবোঝাই একটি জাহাজ সরাসরি মোংলা বন্দরে এসেছে । রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এমভি মালয়েশিয়া স্টার বন্দরের ৬ নম্বর জেটিতে ভেড়ে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ । মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, জাহাজটিতে গাড়ি এসেছে ১২৮০টি রিকন্ডিশন্ড । জাপান থেকে আমদানি করা গাড়ি নিয়ে সরাসরি এ বন্দরে ভিড়েছে জাহাজটি । এরআগে জাপান থেকে আমদানি করা গাড়ি চট্টগ্রাম বন্দরে মোংলা বন্দরে আসতো কিছু খালাস করে । সে সময়ের জাহাজগুলোতে আমদানি হয়েছে ৫০০ থেকে সর্বোচ্চ ৭০০ গাড়ি । কিন্তু পদ্মা সেতুর কারণে খরচ কম ও দূরত্ব কমায় আমদানিকারকরা এখন গাড়ি আমদানি করছেন সরাসরি মোংলা বন্দরে বলেও জানান কমান্ডার শেখ ফখরউদ্দিন। জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে ১২৮০ গাড়ি এলো ।

স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপের খুলনার গাড়িবাহী এমভি মালয়েশিয়া স্টার জাহাজের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, পদ্মা সেতুর পর এই প্রথম এত বেশি গাড়ি নিয়ে বিদেশি জাহাজ বন্দরে ভিড়েছে । আজই ওই জাহাজ থেকে খালাস করা হবে সব গাড়ি ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles