সর্বশেষ

37 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

জিততে হলে হারাতে হবে বাতাসকেও: অ্যালান ডোনাল্ড

টপ নিউজ ডেস্কঃ আশা জাগিয়েও ডারবান টেস্টে স্বপ্নের জয় পায় নি বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে দল হেরেছে বড় ব্যবধানেই। যদিও প্রথম টেস্টে চার দিন পর্যন্ত ভালো লড়াই করেছিল টিম টাইগার্স। তবে শুক্রবার(৮ এপ্রিল) শুরু হতে যাওয়া পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে ভিন্ন এক চ্যালেঞ্জের কথা জানালেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

বিসিবির ভিডিও বার্তায় সাবেক এই প্রোটিয়া পেসার বলেন, ‘বাতাসে মানিয়ে নেওয়া হবে এখানকার বড় চ্যালেঞ্জ। দুপুর সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে প্রবল বাতাস আসে পোর্ট এলিজাবেথে। দল হিসেবে আমরা সেটি নিয়েই কথা বলেছি। উঁচু ক্যাচ নেওয়া এখানে সত্যিকার অর্থেই স্কিলের ব্যাপার। বাঁক খাওয়ানো ক্যাচ ও লম্বা ক্যাচিংয়ের অনেক অনুশীলন করতে হবে আমাদের।

তিনি আরো বলেন, `জানতে হবে অনেককিছু, যেমন কোন পাশ থেকে বাতাস আসছে। শেষ বিকেলে স্কোরবোর্ডের দিক থেকে ৪০-৪৫ কিলোমিটার বেগে বাতাস আসে, এটার সঙ্গেও মানিয়ে নিতে হবে আমাদের। এই মাঠ অনেকটা উইন্ড টানেল-এর মতো। এখানে বাতাস আবার ঘুরতে থাকে। বোলারদের কখনও মনে হচ্ছে বাতাসের অনুকূলে বোলিং করছে, হুট করেই আবার মনে হবে বাতাসের প্রতিকূলে। এভাবে বাতাস ঘুরতেই থাকে।’

প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে হেরে সিরিজ হারানোর দ্বারপ্রান্তে রয়েছে মুমিনুল বাহিনী। আগামী ৮ এপ্রিল (শুক্রবার) পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্জ পার্কে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles