সর্বশেষ

43.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

জি-২০ সম্মেলনের আগে তাজমহল থেকে ৫০০ বাঁদর ধরা হবে

টপ নিউজ ডেক্স: জি-২০ সম্মেলন সামনে রেখে ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় সাজ সাজ রব ।ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে বেশকিছু কর্মসূচির জন্য  পা রাখবেন আগ্রায় সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা।

তারই প্রস্তুতি হিসেবে ৫০০ বাঁদর এবং বেওয়ারিশ কুকুর তাজমহলের আশপাশের এলাকা থেকে  ধরতে উদ্যোগী হয়েছেন আগ্রা নগরনিগমের কর্মীরা।

সম্প্রতি আগ্রা শহরের কমিশনার অমিত গুপ্ত, জেলা প্রশাসক নবনীত সিংহ চহাল এবং পুলিশ কমিশনার প্রীতিন্দর সিংহ তাজমহল এবং দুশেরাঘাটসংলগ্ন এলাকা পরিদর্শন করেন ।

আগামী মাসে সম্মেলনের অতিথিরা পা রাখবেন ওই এলাকাগুলোতে এবং তারই প্রস্তুতিতে শুরু হয়েছে চূড়ান্ত তৎপরতা পৌরসভায়।

গত শুক্রবার পৌর কমিশনার নিখিল টিকারাম ফুন্ডে বলেন, আগ্রা শহরে জি-২০ সম্মেলনের আমন্ত্রিতরা আগামী মাসে আসবেন। তার আগে  কুকুরদের ধরা হচ্ছে শহরজুড়ে। এর পর তাজমহলের আধা কিলোমিটারের  এলাকায় মধ্যে নজরদারি চালানো হবে, যাতে তাজমহলের আশপাশ থেকে  সরিয়ে দেওয়া যায় কুকুরদের।

বন দপ্তরের কাছ থেকে আগ্রার ১০ হাজার বাঁদর ধরার অনুমতি চেয়েছিলেন তারা বলে জানিয়েছেন পৌর কমিশনার । তবে মাত্র ৫০০টি বাঁদর ধরার অনুমতি পেয়েছেন তার বদলে । তিনি বলেন, বাঁদরদের ধরতে তাজমহলের আশপাশে ফাঁদ পাতা হয়েছে এবং এ কাজে সাহায্য নেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনেরও ।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles