সর্বশেষ

30.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

জেলহত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি: রাসিক মেয়র

টপ নিউজ ডেস্কঃ জেলহত্যা দিবস যথাযথ মর্যাদায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের পুত্র আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি করেছেন । বৃহস্পতিবার পিতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমে বক্তব্য দেয়ার সময় তিনি এ দাবি জানান ।

খায়রুজ্জামান লিটন বলেন, আহবান উঠেছে ‘জেলহত্যা দিবস যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালনের । এর সঙ্গে একমত আমিও । এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দল ও সরকারের প্রতি আহবান জানায়।

আমি মনে করি সরকার এ আহবান বিবেচনায় নিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন দ্রুত ।’

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের ঢাকায় বসবাসরত সকল সদস্যকে হত্যা করেছিল নির্মমভাবে স্বাধীনতার পরাজিত শক্তিরা। একটিই কারণ সেটি হচ্ছে রুখে দেয়া স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রাকে এবং দেশকে আবার ফিরিয়ে নেয়া পাকিস্তানী ভাবধারায় ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles