সর্বশেষ

24.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব এবার ফলের বাজারেও

টপ নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব বিভিন্ন পণ্যে পড়তে শুরু করেছে । ফলের বাজারেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে। গত তিনদিনে বিভিন্ন ফলের দাম বেড়ে গেছে অস্বাভাবিক । আপেল ও কমলার কেজি ছাড়িয়েছে ৩০০ টাকা । আড়াইশো টাকা আমের কেজি ছুঁয়েছে । আর আঙুরের দাম কেজিতে ৮০ টাকা বেড়ে ৪৬০ টাকা দরে বিক্রি হচ্ছে । দাম বেড়েছে কমলা, নাটফল, মাল্টা, আনার ও আনারসেরও। জ্বালানির দাম বাড়ানোর পর কয়েকদিন খুচরাপর্যায়ে এসব ফলের দাম বেড়েছে ৩০-১০০ টাকা পর্যন্ত । ব্যবসায়ীরা জানিয়েছেন, মৌসুম শেষ হয়ে আসায় এখন আম শেষের পথে। বাজারে পাওয়া যাচ্ছে এখন বারি ফোর ও আশ্বিনা আম । বারি ফোরের তুলনায় আশ্বিনা আমের সরবরাহ বেশি। তবে ধীরে ধীরে এ দুই জাতের আমের সরবরাহও কমে আসছে। ফলে কয়েকদিন ধরে আমের দাম বাড়তি। এরমধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোয় আরও চড়া আমের বাজার ।

তাদের দাবি, জ্বালানির দাম বাড়ানোর কারণে অনেক বেড়েছে পরিবহন খরচ । ব্যবসায়ীরা পরিবহনের জন্য বাড়তি যে টাকা ব্যয় করছেন, তা গিয়ে পণ্যের দামে যোগ হচ্ছে । এতে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাচ্ছে। এখানে ব্যবসায়ীদের করার নেই কিছু ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles