সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

টালিপাড়ার প্রসেনজিৎ রাজনীতিতে না আসার কথা জানালেন

টপ নিউজ ডেস্কঃ এ পর্যন্ত ৩৪৮ না ৩৪৯টি ছবি করেছেন, ঠিক মনে করতে পারছেন না নিজেই। তবে এতগুলো বছর মানুষের জন্য টালিপাড়ার ‘বুম্বাদা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাজ করেছেন । এত সাফল্য, এত ভালবাসা পেয়েও দূরে কেন প্রসেনজিৎ রাজনীতি থেকে ?

আনন্দ দিয়েছেন বিভিন্ন পরিসরের দর্শককে । মনে করেন, তার কাজ সেটাই । সমাজসেবী হিসেবেও অভিনেতা নিজেকে উজাড় করে দিতে চেয়েছেন । কিন্তু রাজনীতি? সেখানে দেখা যায়নি তাকে । রাজ্যসভার ভোটে দাঁড়ানোর প্রস্তাব প্রসেনজিৎ প্রত্যাখ্যান করেছিলেন।

টালিউডের ‘ইন্ডাস্ট্রি’-র কাছেই আনন্দবাজার অনলাইনের লাইভ শো ‘অ-জানা কথা’য় প্রশ্নটি রাখা হয়েছিল । তাতে রীতিমতো নায়ক অপ্রস্তুত। বললেন, এক-একজন মানুষ দক্ষ হন এক এক ধরনের কাজে । রাজনীতি একেবারেই নয় তার ক্ষেত্র। উদাহরণ স্বরূপ সাংবাদিকতার প্রসঙ্গ তুলে আনলেন ।

হাসতে হাসতে প্রসেনজিৎ বলেন, “যে কাজ আমি পারি না, চাই না তা করতে ।আমি প্রস্তুত নই রাজনীতিতে আসার জন্য ।”

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles