সর্বশেষ

26.2 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

টি-২০ অধিনায়ক হয়ে অনুশীলনে সাকিব আরও মনোযোগী

টপ নিউজ ডেস্কঃ তার আচরণ এবং কর্মকাণ্ডের সমালোচনা হয়; কিন্তু ক্রিকেটার সাকিবের মাঠের পারফরম্যান্স নিয়ে হয় না একটি তীর্যক কথাও । তার মাঠের পারফরম্যান্সের প্রশংসা না করে অতিবড় সমালোচকও পারেন না। খেয়ালি আচরন, শৃঙ্খলা বিরোধী এবং মাঠ ও মাঠের বাইরে নানা বিতর্কে জড়িয়ে পড়ার পরও তাই পারফরমার সাকিব সব বিতর্কের উর্ধ্বে

অনেক শৃঙ্খলা বিরোধী কাজ করে বিতর্কে জড়িয়েও সেই চেনা সাকিবের দেখাই মেলে মাঠে ফিরেও । শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্টে বল হাতে নিয়েই ৫ উইকেট শিকার করে সাকিব দেখিয়ে দিয়েছেন এই ফরম্যাটে তার বল কার্যকর এখনো আগের মতই । এরপর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কোন ম্যাচ জেতাতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে ৫২ বলে ৬৮ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে সাকিব প্রমাণ দিলেন, আমার ব্যাট বিশ্বস্ত, নির্ভরযোগ্য। মোটকথা, যখনই ব্যাট ও বল হাতে মাঠে ফিরেছেন, প্রতিবার সাকিব ‘সাকিবে’র মতই জ্বলে উঠেছেন। প্রতিপক্ষ্যের কাছ থেকে আদায় করে নিয়েছেন সর্বাধিক সমীহ ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles