সর্বশেষ

28.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে বেন স্টোকসকে টপকে সাকিব আল হাসান

টপ নিউজ ডেস্কঃ ভারতের বিপক্ষে প্রথম টেস্টে চোটের কারণে মাত্র ১২ ওভার বল করতে পেরেছিলেন। একটিও। দ্বিতীয় ইনিংসে ৮৪ রানের আগ্রাসী একটি ইনিংস খেলেছেন। তার পরেও টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের উন্নতি হয়েছে। এক ধাপ এগিয়ে বেন স্টোকসকে টপকে চলে এসেছেন তিনে । সাকিবের রেটিং ৩২৯। চারে নেমে যাওয়া স্টোকসের ৩২৪।

টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সাকিবের । চারধাপ এগিয়ে তার অবস্থান ৩৭তম স্থানে। বাংলাদেশিদের মাঝে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থান লিটন কুমার দাসের। প্রথম টেস্টে ২৪ ও ১৯ রান করলেও র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৪তম।

সেভাবে রান না পাওয়া মুশফিকুর রহিমও এগিয়েছেন দুই ধাপ। ২৮ ও ২৩ রান করা এই ব্যাটার আছেন ১৯ নম্বরে। নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়েছেন। তার অবস্থান ৮৪তম।

এদিকে, টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি মার্নাস লাবুশেন শীর্ষস্থান ধরে রেখেছেন। স্টিভেন স্মিথকে টপকে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে বাবর আজম উঠেছেন । ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে দুই ইনিংসে ফিফটি করা বাবরের রেটিং ৮৭৫। তিনে চলে যাওয়া স্মিথের রেটিং ৮৭০।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles