সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ট্রেনে কাটা পড়ে পঞ্চম শ্রেণির ৩ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া তিন ছাত্রী নিহত হয়েছে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান বুধবার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার বিজয়পুর লেভেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে ।

ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, নিহত শিশুর তিনজনই পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তারা হলো- লিমা আক্তার, তাসফিয়া আক্তার ও মিম আক্তার।

প্রত্যেকের বয়স ১১ থেকে ১২ বছর হবে। তবে আমরা এখনো তাদের বিস্তারিত পরিচয় জানতে পারিনি। তাদের বাড়ি বিজয়পুর এলাকায়।ওসি আরো বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছে। ঘটনাস্থলে আমরা আছি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। বিজয়পুর লেভেল ক্রসিংটি ওই মহাসড়কের ওপর অবস্থিত। ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, আমরা সবাই এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সম্পাদনায়ঃনাসরিন ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles