সর্বশেষ

34.4 C
Rajshahi
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

ডিজেলের দাম কমায় শ্রীলঙ্কায় বাসভাড়া কমলো

টপ নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় ডিজেলের দাম কমিয়েছিল কিছুদিন আগে শ্রীলঙ্কা। সেই অনুসারে এবার ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া দেশটি বাসভাড়াও কমালো । শ্রীলঙ্কার জাতীয় পরিবহন কমিশনের (এনটিসি) মহাপরিচালক ড. নীলান মিরান্ডা বলেছেন, যাত্রীদের ডিজেলের দাম কমার সুবিধা দিতে ১১ দশমিক ১৪ শতাংশ কমানো হয়েছে বাসভাড়া । এখন থেকে দেশটিতে ন্যূনতম বাসভাড়া ৩৪ রুপি (প্রায় ৯ টাকা), যা ৩৮ রুপি (১০ টাকা) আগে ছিল । গত বৃহস্পতিবার (৪ আগস্ট) মধ্যরাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এনটিসির ঘোষণা অনুসারে, সব ধরনের বেসরকারি এবং শ্রীলঙ্কা ট্রান্সপোর্ট বোর্ড (এসএলটিবি) ভাড়া কমেছে পরিচালিত গাড়ির ক্ষেত্রেই । তবে এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াতকারীদের গুনতে হবে আগের ভাড়াই । যাত্রীদের কাছ থেকে সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছে ভ্রাম্যমাণ টিম । কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করা হলে জাতীয় হেল্পলাইনে অভিযোগ জানানো যাবে ফোন করে । এর আগে, গত ১ আগস্ট ডিজেলের দাম লিটারে ১০ রুপি কমানোর ঘোষণা দেয় শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত সংস্থা সিলন পেট্রোলিয়াম করপোরেশন। দেশটিতে বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৪৩০ রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১৩ টাকা প্রায়।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles