সর্বশেষ

43 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ডিসেম্বরের গুরুত্বপূর্ণ দিবসসমূহ

মানুষের জীবনের প্রতিটি মূহূর্তই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি মূহূর্তকেই উদযাপন করা উচিত। কিন্তু কখনও কখনও কাজের চাপে, সময়ের অভাবে উদযাপন করা সম্ভব হয় না। তাই বিশেষ মূহূর্ত উদযাপনে নির্বাচন করা হয় বিশেষ দিন বা দিবস। তবে প্রতিদিন পৃথিবী জুড়ে পালিত হয় কতশত দিবস। গুরুত্বপূর্ণ দিবসগুলো চাকরী, সাধারণ জ্ঞান ও কুইজে একটি গুরুত্বপূর্ণ বিষয়। জেনে নিন ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিবসসমূহ:

জাতীয় জাতীয়ভাবে পালিত আন্তর্জাতিক দিবসসমূহ

১ ডিসেম্বর = জাতীয় যুব দিবস, বিশ্ব এইডস দিবস, মুক্তিযোদ্ধা দিবস।

২ ডিসেম্বর = আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস, বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস।

৩ ডিসেম্বর = আন্তর্জাতিক কীটনাশক ব্যবহার বন্ধ দিবস, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।

৫ ডিসেম্বর = বিশ্ব মৃত্তিকা দিবস, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস।

৬ ডিসেম্বর = সংবিধান সংরক্ষণ দিবস।

৭ ডিসেম্বর = বিশ্ব বেসামরিক বিমান চলাচল দিবস।

৯ ডিসেম্বর = আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

১০ ডিসেম্বর= আন্তর্জাতিক সম্প্রচার দিবস, বিশ্ব মানবাধিকার দিবস, আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস।

১১ ডিসেম্বর= আন্তর্জাতিক পর্বত দিবস।

১৪ ডিসেম্বর= শহীদ বুদ্ধিজীবি দিবস, বিশ্ব জ্বালানি দিবস।

১৬ ডিসেম্বর= মহান বিজয় দিবস।

১৮ ডিসেম্বর= বিশ্ব শরণার্থী দিবস।

১৯ ডিসেম্বর= সাউথ সাউথ ডে/ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় জাতিসংঘ দিবস, বাংলা ব্লগ দিবস।

২০ ডিসেম্বর= আন্তর্জতিক মানবিক সংহতি দিবস।

২৯ ডিসেম্বর= আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles