সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ডি-৮ সম্মেলনে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ওপর জোর দেবে বাংলাদেশ

টপ নিউজ ডেস্কঃ আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন ঢাকায় বসছে আগামী বুধবার (২৭ জুলাই)। বাংলাদেশ বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিরাপত্তার ওপর জোর দেবে। পাশাপাশি ঢাকা, খাদ্য নিরাপত্তার বিষয়টিও আলোচনায় রাখবে।

রবিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মেলনে কৃষি ও খাদ্য নিরাপত্তার ওপর খুব জোর দেওয়া হবে। জ্বালানি নিরাপত্তা নিয়েও আলোচনা হবে। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৈশ্বিক ইস্যু। এছাড়াও আমরা ক্লাইমেট রেজুলেশন্সের ওপর জোর দেব। সেইসাথে ট্যুরিজম সেক্টর নিয়েও আলোচনা হবে, যদিও এ সেক্টরে আমরা এখনো ম্যাচিউরড না।

এবারের ডি-৮ সম্মেলন গুরুত্বপূর্ণ জানিয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, এ বছরটা ডি-৮ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন ডি-৮ এর ২৫তম বছরপূর্তি এবার। ২৫ বছর পূর্তি উপলক্ষে আজারবাইজান সদস্যপদের জন্য আবেদন করেছে। ওদের গ্রহণ করা হবে কি না, সেটা নিয়েও আলোচনা হবে, ডিসিশন হবে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles