সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ডেঙ্গুতে মৃত্যু ৩ জনের

টপ নিউজঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩ জনের । এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৮১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। একই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ৬২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছেন।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৯৫ জন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২০৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ১৯২ জন রোগী।

চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে সারাদেশে ৬২ হাজার ১৮৯ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে । এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ১৩৪ জন এবং ঢাকার বাইরে ২৩ হাজার ৫৫ জন চিকিৎসা নেন।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles