সর্বশেষ

35.7 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ডোপ টেস্টে পজিটিভ, পেসার শহীদুল ১০ মাস নিষিদ্ধ

টপ নিউজ ডেস্কঃ ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে জাতীয় ক্রিকেট দলের পেইসার শহীদুল ইসলাম ১০ মাস নিষিদ্ধ হলেন । অ্যান্টি-ডোপিং কোড ভাঙায় তাকে আইসিসি এই শাস্তি দিয়েছে ।

তার ডোপ নমুনায় ক্লোমিফেন মিলেছে যা নিষিদ্ধ উপাদান । যেটা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি- ওয়াডার আছে নিষিদ্ধ তালিকায় । শহিদুল ভেঙেছেন এন্টি ডোপিং বিধির ২.১ ধারা ।

রিপোর্টের ভিত্তিতে শহীদুলকে সব ফরম্যাটে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ১০ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ।

এ বছরের ২৮ মে থেকে ২০২৩ এর ২৮ মার্চ পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট শহীদুল খেলতে পারবেন না ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, গত মার্চে নমুনা নেওয়া হয় শহিদুলের থেকে । পরীক্ষার পর এতে উপস্থিতি পাওয়া গেছে নিষিদ্ধ ঘোষিত দ্রব্যের । শহিদুল স্বীকার করে নিয়েছেন নিজের দোষ । তবে ইচ্ছেকৃতভাবে নেননি। অন্য একটি চিকিৎসার জন্য ব্যবহার করেন ওষুধটি ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles