সর্বশেষ

37.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ঢাকায় আসবেন মার্কিন অ্যাসিসটেন্ট সেক্রেটারি

টপ নিউজ ডেস্কঃ চলতি মাসের মাঝামাঝিতে দুই দিনের সফরে মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকায় আসছেন। সফরকালে গণতন্ত্র, অংশগ্রহণমূলক নির্বাচন, মানবাধিকারসহ ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা পরিপ্রেক্ষিতে দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তার উপর লু জোর দেবেন ।

অন্যদিকে ঢাকার পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুনরায় মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরে পাওয়া, রোহিঙ্গা ইস্যুসহ ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্য ও জ্বালানি খাতে তৈরি হয়েছে যে সংকট ;সম্ভাবনা রয়েছে তা তুলে ধরার । কূটনৈতিক চ্যানেলগুলো থেকে এসব বার্তা মিলছে। একটি সূত্র জানায়, ঢাকায় আসবেন মার্কিন অ্যাসিসটেন্ট সেক্রেটারি ১৪ জানুয়ারি।

পরদিন লু সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক সেরে ঢাকা ছাড়বেন। সফরে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে । পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও জানুয়ারির মাঝামাঝিতে লু’র নিশ্চিত করেছেন ঢাকা সফরের তথ্য ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles