সর্বশেষ

43.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ঢাকার উদ্দেশ্যে সাবেক খাদ্যমন্ত্রী হেলিকপ্টারে করে রাজশাহী থেকে রওনা দেন

টপ নিউজ ডেস্কঃ হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ছেড়েছেন । বুধবার (১১ মে) বিকেল ৫টা ৫৫ মিনিটে রাজশাহী ছেড়ে যায় তাকে বহনকারী হেলিকপ্টারটি ।

এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ।

তিনি বলেন, অ্যাডভোকেট কামরুল ইসলামের শারীরিক অবস্থা রয়েছে স্থিতিশীল । মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে নেওয়া হয় ঢাকায় । বিকেল ৫টা ৫৫ মিনিটে হেলিকপ্টারটি রাজশাহী ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে ।

ডায়রিয়া ও ডায়াবেটিস সমস্যা নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় অ্যাডভোকেট কামরুল ইসলাম রামেক হাসপাতালে ভর্তি হন । এরপর থেকেই তিনি ভর্তি ছিলেন হাসপাতালের ভিভিআইপি কেবিনে ।

সকালে রামেক হাসপাতালের পরিচালক বলেন, তিনি লো ব্লাড প্রেসার ও পানিশূন্যতায় ভুগছিলেন। সকালে নেওয়া হয় তাকে হাসপাতালে । অধ্যাপক খলিলুর রহমানের নেতৃত্বে চিকিৎসা চলছিল মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ।

দুপুরে কামরুল ইসলামকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দেখতে যান । এ সময় উপস্থিত ছিলেন দলের স্থানীয় শীর্ষ নেতা ও চিকিৎসক নেতারা ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles