সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ পদ্মা সেতুর দাবিতে মানববন্ধন

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা দ্রুতগামী আন্তনগর ট্রেন চালুর দাবিতে পিপলস সার্ক লিংক ফোরাম-বাংলাদেশ মানববন্ধন করছে। মঙ্গলবার সকাল ১০ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে পালন করা হয় এই কর্মসূচি ।

সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এতে সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কল্পনা রায়, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি তৈয়বুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, বঙ্গকন্ধু সৈনিক লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম খান পাপ্পু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সাধারণ সম্পাদক জামাত খান, সাংস্কৃতিক কর্মী বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বক্তব্য দেন।

বক্তারা বলেন, স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ পদ্মা সেতুতে সম্ভব হবে ট্রেন চালাচলের প্রথম দিন থেকেই । ট্রেন রাজশাহী থেকে ঈশ^রদী- পোড়াদহ-কুষ্টিয়া- রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা-জাজিরা-পদ্মা সেতু- মাওয়া-নারায়নগঞ্জ-ঢাকা পর্যন্ত সহজে যাতায়াত করতে পারবে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles