সর্বশেষ

42.5 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

তিন দিনেই ১৫০ কোটি রুপি আয় ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবিতে

টপ নিউজ ডেস্কঃ বলিউড অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হলেও ঐশ্বরিয়া রাই বচ্চনের সিনে তামিল ছবি দিয়ে অভিষেক হয়েছিল। ১৯৯৭ সালে তার প্রথম ছবি ‘ইরুভার’ মুক্তি পায় । একই বছর ‘অউর পেয়ার হো গায়া’ দিয়ে অ্যাশ হিন্দি ছবির পর্দায় আসেন।

সাফল্যের সুবাদে বলিউডেই ঐশ্বরিয়া ব্যস্ত হয়ে যান। তামিল ছবিতে তাকে আর নিয়মিত পাওয়া যায়নি। কেবল দুটি ছবিতে ২০১০ সালে কাজ করেছিলেন। দীর্ঘ দিন পর ফের বচ্চনবধূর মুখে তামিল সংলাপ। ‘পন্নিয়িন সেলভান’ ছবির নাম। দুই পর্বের এই ছবির প্রথম পর্ব গত বছর মুক্তি পায়। বক্স অফিসে দারুণ সাফল্য পায়। আয় করে ৫০০ কোটি রুপির বেশি।

এবার ‘পন্নিয়িন সেলভান’র (পিএস) দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছে । গত ২৮ এপ্রিল এটি বিশ্বব্যাপী মুক্তি পায়। আর প্রত্যাশিতভাবে এটিও দর্শকের বিপুল সাড়া পাচ্ছে। মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়ে গেছে ১৫০ কোটি রুপি ।

এর মধ্যে ভারত থেকে আয় করেছে ৮০ কোটি রুপি। বহির্বিশ্বে সবচেয়ে বেশি আয় হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন মুলুকে তিন দিনেই ছবিটি প্রায় ২৯ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। দুই পর্বের ‘পন্নিয়িন সেলভান’ ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে। সেই হিসেবে প্রথম পর্বেই এটি ঢুকে পড়ে লাভের ঘরে । এখন যা হচ্ছে, তা বোনাস হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। আর এই বোনাসের অংকটা যে অনেক বড় হবে আরও , তা সহজেই অনুমেয়।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles