সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

তিস্তার পর মমতা এবার ফারাক্কা নিয়েও নাখোশ

টপ নিউজ ডেস্কঃ তিস্তার পর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফারাক্কা নিয়েও ক্ষোভ ঝারলেন। তবে তার এ ক্ষোভ দেশটির কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে। একই সঙ্গে ফের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মমতার দল ক্ষমতায় থাকলে পশ্চিমবঙ্গে কোনোভাবেই এনআরসি হতে দেবে না।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের রাজনৈতিক প্রচার মঞ্চে দাঁড়িয়ে ফারাক্কায় দিয়ে বাংলাদেশে পানি যাওয়ার শর্ত হিসেবে প্রাপ্য সাতশো কোটি টাকা না দেয়ার অভিযোগ তুলেছেন বিজেপি শাসিক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

মালদার ইংলিশ বাজারে বৃহস্পতিবার (৪ মে) এক সভায় বিজেপি সরকারের বিরুদ্ধে নতুন করে এনআরসি বাস্তবায়নের ষড়যন্ত্র করছে বলেও তোপ দাগেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের অধীনে গঙ্গার ভাঙনের বিষয়টি, ফারাক্কা-সেটাও কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। আমাদের পানি তুমি (বিজেপি সরকার) বাংলাদেশকে দিলে আমার আপত্তি নেই, কারণ হাসিনাকে আমি ভালোবাসি; ঠিক আছে। কিন্তু তার পরিবর্তে আমাকে যে সাতশো কোটি টাকা দেবে বলেছিলে? আজ পর্যন্ত তার এক পয়সাও দাওনি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles