সর্বশেষ

36.1 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

তুনিশার মৃত্যুকে ‘খুন’ বলছেন বলিউড কুইন কঙ্গনা

টপ নিউজ ডেস্কঃ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের কুখ্যাতি আছে বিতর্কিত মন্তব্যের জন্য। সম্প্রতি তরুণ জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যা নিয়েও সরব হয়েছেন। অভিনেত্রীর এমন মৃত্যুকে আত্মহত্যা বলতে কঙ্গনা নারাজ। জানিয়ে দিলেন এটা অবশ্যই একটা ‘খুন’। সঙ্গে বিশেষ আবেদন নারীদের সুরক্ষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জানালেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কঙ্গনা একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে অভিনেত্রী শুধু তুনিশা নয়, মেয়েদের হয়ে আওয়াজ তোলেন।  তিনি লেখেন, ‘ একজন নারী মেনে নিতে পারে সব ক্ষতি। ভালোবাসা, সম্পর্ক, বিয়ে সব ক্ষতি মানতে পারে।  সে যখন জানে তার ভালোবাসায় কখনও ভালোবাসাই ছিল না এটা মেনে নেওয়া অসম্ভব। ও তখন নিজেকেই বিশ্বাস করে উঠতে পারছিল না। বেঁচে থাকা বা না থাকা সবটাই সমান তখন ওর কাছে। যদি ও নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তবে সেটা সে একা নেয়নি। এটা একটা খুন।’

কঙ্গনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়ে বলেন, ‘যারা মেয়েদের অ্যাসিড ছোড়ে, তাদের দেহকে টুকরো টুকরো করে, তাদের কোনো কথা না শুনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে তুনিশা ক্যারিয়ার শুরু করেছিলেন। তার ক্যারিয়ার শুরু হয় ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে। মৃত্যুর আগে তিনি ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’- এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন। গোটা ইন্ডাস্ট্রি স্তম্ভিত তার আকস্মিক মৃত্যুতে। শুধু টেলিভিশন সিরিয়ালে নয়, ‘ফিতুর’, ‘কাহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’ , ‘বার বার দেখো’, ‘দাবাং ৩’-এর মতো ছবিতেও তুনিশাকে দেখা গিয়েছিল।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles