সর্বশেষ

42.9 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

তেলের সংকট নেই, পাম্প মালিকরা জানিয়েছেন

টপ নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান বেড়েছে । বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকি কমিয়ে আনতে শিডিউল করে সরকার লোডশেডিং করছে । এরই মধ্যে দেশে তেল সংকট নিয়ে চলছে নানা গুঞ্জনও । সরকারের পক্ষ থেকে তেল মজুত আছে বাস্তব চিত্র ভিন্ন এমন কথা বারবার বলা হলেও । কয়েকদিন আগে পাম্পে নির্দিষ্ট পরিমাণে তেল দেওয়া হবে এমন নোটিশে সারাদেশে গুঞ্জন তৈরি হয় তেল সংকটের । অন্যদিকে দাম বাড়ার নতুন ঘোষণায় আরও ঘনীভূত হয়েছে তেল মজুতের প্রশ্ন । এ বিষয়ে পাম্প মালিকরা বলছেন, তেল পাচ্ছেন তারা । এ মুহূর্তে তেলের চাহিদা ও সরবরাহে নেই কোনো ঘাটতি । তবে চাহিদা অনুযায়ী তেল না পেলেও ‘পাচ্ছি’ বলতে হচ্ছে— এমন ইঙ্গিতও একাধিক বক্তব্যে পাওয়া গেছে ।

শনিবার (৬ আগস্ট) রাজধানীর উত্তর বাড্ডা এলাকার আল-মক্কা পাম্পের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সজিব বলেন, এ মুহূর্তে কোনো সংকট নেই তেলের । তারা তেল পাচ্ছেন স্বাভাবিকভাবেই । যতটুকু চাচ্ছেন ততটুকুই পাচ্ছেন কর্তৃপক্ষের কাছে । কোনো ঘাটতি থাকছে না বলেও তিনি জানান ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles