সর্বশেষ

37.6 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

দুই কৃষকের মৃত্যু বজ্রপাতে

টপ নিউজ ডেস্কঃ গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈর উপজেলায় মাছ ধরতে গিয়ে বৃষ্টির সময় এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে দুই কৃষকের । এ ঘটনা ঘটে

শুক্রবার (১৭ জুন) দুপুরে ও বিকেলে।

নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের মৃত আব্দুল কাদেরের ছেলে কিরণ মিয়া (৪৮) ও কালিয়াকৈর উপজেলার আব্দুর রশিদের ছেলে আব্দুস সোবাহান (৫৫) ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকার ।

বিলে মাছ ধরতে গিয়ে কিরণ মিয়া এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে আব্দুস সোবহান বজ্রপাতে মারা যায় ।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, কাইজলি বিলে দুপুর আড়াইটার দিকে মাছ ধরতে যান কৃষক কিরণ মিয়া।

এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে নেয় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । সেখানে চিকিৎসক কিরণ মিয়াকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

অপরদিকে, জেলার কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা গ্রামের কৃষক আব্দুস সোবহান (৫৫) শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান বৃষ্টিপাতের সময় ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles