সর্বশেষ

28.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

দেশে ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত

টপ নিউজ ডেস্কঃ ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে চীন থেকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বাংলাদেশে আসা এক ব্যক্তির শরীরে। এ তথ্য জানানো হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো রিপোর্টে।

আজ রোববার (১ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি জানান, বিএফ.৭ আক্রান্ত একজনসহ সুস্থ আছেন করোনা আক্রান্ত চীনা নাগরিকের প্রত্যেকেই।

নতুন ধরন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নতুন উপধরন নিয়ে ভীত নই। আমরা চাই না করোনা সংক্রমণ নিয়ে কেউ প্যানিক হয়ে যাক, বর্তমানে আমাদের সংক্রমণের হার ১ শতাংশেরও কম। তবে নতুন উপধরনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি আমরা, কোনোভাবেই যেন সংক্রমণের হার বাড়তে না পারে, আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ বিষয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, ওমিক্রনের নতুন উপধরন বিএফ ৭ এর সংক্রমণ দেশে পাওয়া গেছে। প্রথম দফায় আসা চার জনের মধ্যে নতুন উপধরন পেয়েছি একজনের নমুনায়। আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে আছেন এবং সুস্থ রয়েছেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles