সর্বশেষ

30.8 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

দ্বিতীয় দিনে মেট্রোরেলের আয় কমেছে

টপ নিউজ ডেস্কঃ নাগরিকদের অভ্যস্ত করতে দুদিন আগে থেকে যাত্রী পরিবহন মেট্রোরেল শুরু করেছে । উদ্বোধনের দিনে প্রধানমন্ত্রীসহ অতিথিদের নিয়ে ছুটলেও বৃহস্পতিবার থেকে যাত্রী নিয়ে চলাচল করার পর প্রথমদিনের তুলনায় আয় কমেছে দেখা গেছে।

মেট্রোরেল সূত্রে জানা গেছে, প্রথমদিনে সব মিলিয়ে মোট ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকার টিকিট বিক্রি হলেও শুক্রবার বিক্রি হয়েছে মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকার টিকিট । যদিও দুই দিনই ৫০টি ট্রিপ সংখ্যা ছিল।

আয় কমে যাওয়ার কারণ হিসেবে কর্তৃপক্ষ মনে করছে , প্রধান কারণ টিকিট বিক্রি মেশিন নষ্ট হয়ে যাওয়া। বন্ধ ছিলো দুই প্রান্তেরই মেশিন দুইদিন । ফলে ভোগান্তিও হয়েছে। যাত্রীদের কাউন্টার থেকে কাটতে হয়েছে টিকিট । এছাড়াও অনেকে টিকিট বিক্রয় মেশিনে ৫০০ ও এক হাজার টাকার নোট দিয়েছেন, ফলে মেশিন আর টাকা ফেরত দেয়নি। অনেকে ছেড়া-ফাঁটা ও পুরাতন নোট দিয়েছেন, এতে করে মেশিন রিড আউট করতে পারেনি। এসব কারণে অনেক কোচ ফাঁকা গেছে, ফলে কম হয়েছে আয়ও।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles