সর্বশেষ

28.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধিঃ দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল ৪ টায় শহরের তালতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ন-সম্পাদক আক্তারুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি, তারিকুল হাসান, মৃনাল কান্তি রায় প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় নেতা অ্যাড. আসাদুজ্জামান আসাদ বলেন, দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। তেল, গ্যাস, চাল, ডালসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপণ্যের দাম। অথচ সরকার সাধারণ জনগণকে বাঁচাতে কোন পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরো বলেন, কল্যাণমুলক রাষ্ট্রের ধারণা হলো, ভর্তূকি দিয়ে হলেও নিত্যপণ্যকে জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। এখন উল্টো সরকার বড় ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে সরকারকে আহবান জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি এ সময় অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবী জানান। সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles