সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

নওগাঁর মান্দায় ভুয়া এনজিও সিলগালা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় একটি ভুয়া এনজিওকে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। ওই এনজিওর বিরুদ্ধে পানি সাপ্লাইয়ের প্রলোভন দিয়ে গ্রাহকদের কাছ থেকে দুই লাখ ৬৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ২২ জন গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়েছে।

তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুল বলেন, ‘পানিয়াল গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম পানি সাপ্লাইয়ের নামে লোকজনের কাছ থেকে টাকা আদায় করার বিষয়টি আমার জানা ছিল না। তবে আমার দপ্তরে নিবন্ধন ছাড়াই একটি কাগজ দাখিল করলে সন্দেহ হয়। বুধবার সন্ধায় ইউএনও প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা তাৎক্ষণিকভাবে ফেরতের ব্যবস্থা করা হয়েছে। 

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles