সর্বশেষ

30.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

নওগাঁ হাসপাতালে ইসিজি’র রশিদ বহির্ভূত টাকা আদায়

মো. রুবেল হোসেন, নওগাঁ : ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ইসিজি করতে রশিদ বহির্ভূত টাকা আদায়ের অভিযোগ উঠেছে আউটসোর্সিং স্টাফ রিয়াজুল ইসলাম এর বিরুদ্ধে। গত রবিবার (২৯ মে) দুপুরে হাসপাতালের জরুরী বিভাগের সামনে বণিক বার্তা’র নওগাঁ জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমন তথ্য সংগ্রহে গেলে হুমকি দিয়েছে দূর্বত্তরা। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ওই সাংবাদিক। এবিষয়ে সদর থানায় সাধারন ডায়েরী করতে গেলেও অফিসার ইনচার্জ তাকে পুলিশ সুপার এর অনুমতি নিয়ে আসার পরামর্শ দেন।

জানা যায়, গত রবিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২ টায় নওগাঁ জেনারেল হাসপাতালে ইসিজি করতে রশিদ বহির্ভূত টাকা আদায়ে কর্তৃপক্ষ এবং আউটসোর্সিং স্টাফদের অনিয়মের তথ্য সংগ্রহ করতে যান আরমান হোসেন রুমন। সেখানে প্রকাশ্যে রশিদ বহির্ভূত টাকা আদায় করছিলেন আউটসোর্সিং স্টাফ রিয়াজুল ইসলাম।

বিষয়টি মুঠোফোনে ধারণ করতে গেলে সাংবাদিক রুমন এর ওপর ক্ষিপ্ত হন রিয়াজুল। তাৎক্ষণিক এক বহিরাগত যুবককে ফোন করে জরুরী বিভাগে ডেকে নেন রিয়াজুল। রুমনকে ওই যুবক নিজেকে আলামিন হোসেন এবং হাসপাতালের আউটসোর্সিং স্টাফ বলে পরিচয় দেন। এর কিছুপর রুমনকে তথ্য সংগ্রহে বাঁধা প্রদান করাসহ দ্রুত হাসপাতাল চত্বর ত্যাগ করতে বলেন ওই যুবক। বিষয়টি নিয়ে বাকবিতদন্ডার সৃষ্টি হলে রুমনকে হাসপাতালের বাহিরে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান আলামিন।
পরে জানা যায় আলামিন হোসেন হাসপাতালের কেউ নয়। ঘটনার পর নিরাপত্তাহীনতায় পরায় ওই রাতেই সদর থানায় সাধারন ডায়েরী করতে যান ওই সাংবাদিক

ভুক্তভোগী আরমান হোসেন রুমন বলেন, হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে প্রতিনিয়ত ইসিজি পরীক্ষায় দ্বিগুনেরও বেশি রশিদ বহির্ভূত টাকা আদায় করা হচ্ছে। সেখানে তথ্য সংগ্রহ করতে গেলে আউটসোর্সিং স্টাফ রিয়াজুল বহিরাগত এক যুবককে ডেকে নিয়ে এসে আমাকে হুমকী প্রদান করে। বিষয়টি তাৎক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হলেও কোন সহযোগীতা পাওয়া যায়নি। এরপর থানায় সাধারন ডায়েরী (জিডি) করতে গেলে পুলিশ সুপার মহোদয়কে অবগত করে থানায় আসার পরামর্শ দেয়া হয়।

এবিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গণমাধ্যম কর্মীদের জিডি অথবা অভিযোগ সংক্রান্ত বিষয়গুলো থানায় নিতে হলে পুলিশ সুপার স্যারের অনুমতি লাগে। ওই সাংবাদিককে বিষয়টি পুলিশ সুপার স্যারকে অবগত করে থানায় আসার পরামর্শ দেয়া হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধূরী বলেন, সাংবাদিক আরমান হোসেন রুমন এর বিষয়টি বষয়টি অবগত আছেন। তবে আরো কিছু জানতে চাইলে তিনি তার অফিসে যেতে বলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles