সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

নক-আউটে মেসিদের প্রতিপক্ষ অজি

টপ নিউজ ডেস্কঃ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরে কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কা ছিল আর্জেন্টিনার। কিন্তু লিওনেল মেসির দল পরের দুই ম্যাচেই ঘুরে দাঁড়ায়। ‘সি’ গ্রুপে কোচ লিওনেল স্কালোনির দল দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

গ্রুপ সেরা হওয়ায় আর্জেন্টাইনদের নকআউট পর্বের প্রতিপক্ষ হচ্ছে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দল অস্ট্রেলিয়া। আগামী শনিবার (৩ ডিসেম্বর) রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে লে আলবিসেলেস্তেরা।

অস্ট্রেলিয়া শেষবারের মতো ২০০৬ সালে নকআউট পর্বে খেলেছিল। এরপর শেষ তিন আসরেই অজিদের প্রথম রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজেছে।

এর আগে গ্রুপ পর্বে ফ্রান্সের সঙ্গে ৪-১ হেরে যায় অজিরা, এরপর তিউনিসিয়াকে ১-০ এবং ১-০ গোলে ডেনমার্ককে ব্যবধানে হারিয়েছে।

দুই জয়ে অজিদের পয়েন্ট ফ্রান্সের সমান হলেও গোল ব্যবধানে গ্রুপ সেরা হয় ফ্রান্স। আর গ্রুপ ডি রানার্সআপ হিসেবে অজিরা শেষ ১৬-তে জায়গা করে নেয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles