সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

নভেম্বরের পর করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ মিলবে না

টপ নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মেয়াদ নভেম্বরে শেষ হচ্ছে । এ সময়ের পর কেউ চাইলেও কেউ প্রথম ও দ্বিতীয় ডোজের নিতে পারবে না টিকা। মঙ্গলবার এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক ।
এছাড়া নতুন করে টিকা কেনার সম্ভাবনাও কম বলেও জানান তিনি।

যারা এখনো এই দুই ডোজের টিকা নেননি, তাদের দ্রুত নিয়ে নেওয়া উচিত। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার মেয়াদ শেষ হবে নভেম্বরে । কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর করা যাবে না ব্যবহার । দেশে এখনো ৩৩ লাখ মানুষ প্রথশ ও ৯৪ লাখ মানুষ নেননি দ্বিতীয় ডোজের টিকা । তবে বুস্টার ডোজের টিকার মজুত আছে পর্যাপ্ত ।

শামসুল হক বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের গড়িমসি লক্ষ করা গেলেও চলমান থাকবে বুস্টার ডোজ কার্যক্রম । এখনো সাড়ে ৬ কোটি মানুষ নেননি বুস্টার ডোজ । টিকা গ্রহণে মানুষের সাড়াও কম মিলছে বলে তিনি জানান । তিনি জানান, আগস্ট থেকে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা কার্যক্রম শুরু হবে । এজন্য শুরু হয়েছে নিবন্ধন । সবমিলিয়ে ৪ কোটি ২০ লাখ শিশু টিকা পাবে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles