সর্বশেষ

43.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নিজেরই মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো জিম্বাবুয়ে

টপ নিউজ ডেস্কঃ বিশ্বকাপ সুপার লিগের ম্যাচে জিম্বাবুয়ে ক্রিকেট দল অবিশ্বাস্য ঘটনার জন্ম দিলো । মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে মূল্যবান ১০টি পয়েন্ট তারা আদায় করে নিলো । সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে খেলতে নেমে রেগিস চাকাভার দল ৩ উইকেটে জিতেছে ।

নিজেদের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলো । এর আগে খেলা ১৫ ম্যাচের একটিতেও অসিদের বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতাও তারা গড়তে পারেনি । এবার স্বাগতিকদের ১৪১ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিম্বাবুইয়ানরা জিতে নিলো। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে ২১ বছর জিম্বাবুয়ে জিতলো । সবশেষ ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজকে অস্ট্রেলিয়ার মাটিতে তারা হারিয়েছিল । এবার স্বাগতিকদের হারিয়ে নতুন ইতিহাসই গড়লো সুপার লিগে দলটি ধুঁকতে থাকা ।

জিম্বাবুয়ের এ জয়ে অস্ট্রেলিয়ার বেশ ক্ষতিই হলো । সুপার লিগে এখন পর্যন্ত পাঁচ সিরিজের ১৫ ম্যাচে নয়টি জিতে অসিরা ৯০ পয়েন্ট পেয়েছে । সাত নম্বরে তাদের অবস্থান । অন্যদিকে সাত সিরিজে মাত্র চার ম্যাচ জিতে ৪৫ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে নিচ থেকে দুই নম্বরে রয়েছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles