সর্বশেষ

26.2 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে

টপ নিউজ ডেস্কঃ শিগগিরই নতুন রাজনৈতিক দলের শুরু হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া । নির্বাচন কমিশন (ইসি) থেকে এরই মধ্যে এ বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশনা । ফলে পাঁচ বছর পর নতুন দল নিবন্ধনের আওতায় সুযোগ পাচ্ছে আসার করার । ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইসির সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দিয়েছেন গণবিজ্ঞপ্তি জারির । এক্ষেত্রে চলতি মাসেই আবেদন গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে আহ্বান করে ।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, দ্রুত নতুন রাজনৈতিক দলের শুরু করা হবে নিবন্ধন প্রক্রিয়া । আশা করছি, স্বল্প সময়ের মধ্যে জারি করা হবে গণবিজ্ঞপ্তি ।

ইসির সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর থেকে এ পর্যন্ত রাজনেতিক দলগুলোকে তিন দফা নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি ইসি জারি করে । নবম সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচন কমিশন নিবন্ধন বাধ্যতামূলক করেছিল। প্রথম ২০০৮ সালের ১৫ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতায় আনার লক্ষ্যে শুরু হয় নিবন্ধন দেওয়া ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles