সর্বশেষ

30.8 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নির্বাচন কমিশন অনেকটাই স্বাধীন:প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন অনেকটাই স্বাধীন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।

বুধবার (৪ জানুয়ারি) সকালে ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের চারজন সদস্য তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে এই কথা বলেন প্রধানমন্ত্রী । বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ব্রিফ করেন সাংবাদিকদের ।

ব্রিটিশ এমপিরা আগামী নির্বাচন সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা জানান, দেশে নির্বাচন কমিশন অনেকটাই স্বাধীন। সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন । ব্রিটিশ এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমরা অনুসরণ করি আপনাদের ওয়েস্টমিনিস্টারের গণতন্ত্র । নির্বাচন পর্যবেক্ষক এলে আমাদের নেই কোনো সমস্যা।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রাজনৈতিক দল হিসেবে অতীতে সামরিক শাসকদের কাছ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করার আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্য রয়েছে । তিনি বলেন, সামরিক শাসকরা বন্দুক ব্যবহার করে রাষ্ট্রক্ষমতা দখল করত এবং রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে পৃষ্ঠপোষকতা করত।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles