সর্বশেষ

43.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নির্মাণাধীন বাড়িতে দ্বিতীয়বার লার্ভা পেলে,আমরা নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেবো:ডিএনসিসি

টপ নিউজ ডেস্কঃঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নির্মাণাধীন ভবনগুলোতে পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা বেশি । প্রথমবার অভিযান পরিচালনা করে আসার পর দ্বিতীয়বার যদি সেই ভবনে এডিসের লার্ভা পাওয়া যায়, তাহলে সেই ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেবো আমরা ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) মহাখালী ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু রোগীদের খোঁজ-খবর নেওয়ার পর এ হুঁশিয়ারি দেন ডিএনসিসির মেয়র ।

আতিকুল ইসলাম বলেন, নির্মাণাধীন বাড়িগুলোতে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে বেশি । আমরা একবার যে বাড়িতে গিয়েছি, তৃতীয়বার যাওয়ার পরও সেখানে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে।

জরিমানা করা হয়েছে, দেওয়া হয়েছে জেল । তারপরও সচেতন হচ্ছে না মানুষ।

তিনি বলেন, সতর্ক করে দেওয়ার পর যদি কোনো নির্মাণাধীন বাড়িতে দ্বিতীয়বার লার্ভা পাওয়া যায়, তাহলে সেই নির্মাণাধীন ভবনের কাজ অবশ্যই আমরা বন্ধ করে দেবো।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles