সর্বশেষ

29.2 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

‘পদ্মাকন্যা’ উপাধি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

টপ নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পদ্মাকন্যা’ উপাধি দিলেন আবদুর রহমান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য । তিনি বলেন, ‘প্রিয় আপা পদ্মা আপনার জন্য আছে অধীর আগ্রহে । পদ্মা পারের লাখো কোটি মানুষ এক নজর আপনাকে দেখার জন্য সাহসী ও সাহসিকার জননী ‘পদ্মাকন্যা শেখ হাসিনাকে’ অপেক্ষা করে আছে চোখের দেখার জন্য ।’

বৃহস্পতিবার আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় । আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই আলোচনা সভায় বক্তব্য দেন ভার্চুয়ালি যুক্ত হয়ে ।

আব্দুর রহমান বলেন, ‘আপা গতকাল গিয়েছিলাম আমরা কয়েকজন । পদ্মা আপনার জন্য আছে অধীর আগ্রহে । পদ্মা পারের লাখো কোটি মানুষ এক নজর দেখার জন্য আপনাকে সাহসী ও সাহসিকার জননী পদ্মাকন্যা শেখ হাসিনাকে অপেক্ষা করে আছে চোখে দেখার জন্য ।’

উৎসব বন্ধ করতে হবে অনেকে বলছে – এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য জানান, ‘প্রিয় নেত্রী আপনি ধারণাই করতে পারবেন না ওখানে শুধু মানুষের সমাবেশ হবে না, ওখানে হবে উৎসবের সমাবেশ । ওখানে নতুন পদ্মা সৃষ্টি হবে আনন্দের জোয়ারে , সেই অপেক্ষায় আছে মানুষ। পদ্মা সেতু পারাপারের মধ্য দিয়ে জবাব দেব ৭৫ এর খুনিদের ।’

পদ্মা সেতুর সমালোচনা করায় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি জানান, ‘সেদিন একজন বলেছিলেন এখানে দরকার নাই ফেরি রাখার । আমি বললাম না ভাই কিছু ফেরি রাখার দরকার আছে। কারণ খালেদা জিয়ারা তো উঠবে না এই পদ্মায় । ওদের পার হতে হলে পার হতে হবে এই ফেরিতেই । এজন্য ওদের জন্য কয়েকটা ফেরি দরকার রেখে দেওয়া ।’
সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles