সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

পাইকারিতে চিনির দাম কমলেও প্রভাব নেই খুচরার বাজারে

টপ নিউজ ডেস্কঃ দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে মণপ্রতি খোলা চিনির দাম ১৫০ টাকা বেড়েছিল । সেসময় খুচরা দোকানে প্রতি কেজি খোলা চিনি ৮৫ টাকা থেকে বাড়িয়ে বিক্রি করা হয় ৯০ টাকায় । এখন পাইকারিতে বর্ধিত দাম কমলেও খুচরায় চিনির দাম ৯০-এ আটকে আছে । এছাড়া খুচরা বাজারে বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত চিনি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে ।

রাজধানীর বিভিন্ন বাজার ও এলাকার মুদিদোকান ঘুরে দেখা গেছে এ চিত্র । পাড়া-মহল্লার অধিকাংশ দোকানে খুচরা এক কেজি চিনি ৯০ টাকায় বিক্রি হচ্ছে । যদিও কিছু কিছু এলাকার বাজারে চিনির দাম কমও রাখা হচ্ছে ২-৩ টাকা । তবে সেগুলো ওই বাজারের স্থানীয় পাইকারি দোকান। অন্যদিকে, রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারে পাইকারি পর্যায়ে মণপ্রতি (৩৭ কেজি ৩২০ গ্রাম) চিনি ৩ হাজার থেকে ৩ হাজার ২০ টাকা দরে বিক্রি হচ্ছে । যা এক সপ্তাহ আগেও বেড়েছিল ২০০ টাকা । সে হিসাবে পাইকারিতে প্রতি কেজি চিনি পড়ছে সর্বোচ্চ ৮২ টাকা । যা খুচরায় এসে বিক্রি হচ্ছে ৮ টাকা ব্যবধানে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles