সর্বশেষ

39.4 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

পাকিস্তানকে জ্বালানি তেল সরবরাহ করতে রাজি রাশিয়া

টপ নিউজ ডেস্কঃ কম দামে পাকিস্তানকে অপরিশোধিত জ্বালানি তেলের পাশাপাশি পেট্রোল ও ডিজেল সরবরাহ করতে রাশিয়া রাজি হয়েছে । পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগের প্রতিমন্ত্রী মুসাদিক মালিক দিয়েছেন এমন তথ্য ।

রাশিয়া থেকে পাকিস্তানি প্রতিনিধি দলের ফিরে আসার পরে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মুসাদিক বলেন, আমাদের রাশিয়া সফর প্রত্যাশার চেয়ে হয়েছে বেশি ফলপ্রসূ । রাশিয়ার একটি প্রতিনিধি দল আগামী মাসে সফর করবে পাকিস্তান ।

পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগের প্রতিমন্ত্রী মুসাদিক মালিক, সচিব ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ মাহমুদ, যুগ্ম সচিব এবং এ বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল সফর করেছিলেন রাশিয়ার রাজধানী মস্কো। তারা ছাড়কৃত মূল্যে রুশ জ্বালানি তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য ক্রয়ের বিষয়ে সেখানে যান আলোচনার জন্য ।

এ বিষয়ে পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগের প্রতিমন্ত্রী বলেন, আপাতত রুশ সরকারের কাছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নেই। তবে এলএনজি আমদানির জন্য আলোচনা চলছে রাশিয়ার প্রাইভেট ফার্মগুলোর সঙ্গে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles