সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

পায়রা বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে আসার পথে বরগুনার মেয়র আহত

টপ নিউজ ডেস্কঃ আজ সকালে মস্তুকটানা এলাকায় পথে সাইকেলকে সাইড দিতে গিয়ে মেয়রের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শুকনা খালে পড়ে গেছে।

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় বরগুনার পৌর মেয়র কামরুল আহসান মহারাজ গুরুতরভাবে আহত হয়েছেন। আজ সোমবার সকালে বরগুনা-পুরাকাটা মহাসড়কের মস্তুকটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেয়র কামরুল আহসান বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া
ওই গাড়িতে থাকা অন্য আহত ব্যক্তিরা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বরগুনা থেকে মেয়রের মাইক্রোবাসটি বরগুনা-পুরাকাটা মহাসড়ক হয়ে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সয়ম মস্তুকটানা এলাকায় পৌঁছালে দুটি সাইকেল সড়কের মাঝখানে চলে আসে। এ সময় ওই দুটি সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শুকনা খালের মধ্যে পড়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মেয়র ও তাঁর সাথের নেতা-কর্মীদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মেয়র কামরুল আহসানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেয়রের সফরসঙ্গীরা জানান, তারা পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে সাইকেলকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক তারেক হাসান বলেন, মেয়রের কলার বোন ভেঙে গেছে। তাঁর চোখেও আঘাত লেগেছে। দুর্ঘটনার সময় তাঁর বুকে চাপ লেগেছে, তাই তাঁর শ্বাস নিতে সমস্যা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles