সর্বশেষ

35.6 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

পুলিশের ছেলে হাজার লিটার তেলের মজুতদার

টপ নিউজ ডেস্কঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তর দুই লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রামের ছোটপোল এলাকার এক পুলিশ কর্মকর্তার ছেলের দোকানকে তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে। সেই সাথে সেই গোডাউনে রাখা ১ হাজার ১৫ লিটার ভোজ্যতেল সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তর ১১ মে (বুধবার) এই অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা চট্টগ্রাম নগরীর ছোটপোল এলাকায় বিসমিল্লাহ স্টোরে অভিযান পরিচালনা করেছি। সেখানে ঈদের আগে কিনে রাখা ১ হাজার ১৫ লিটার তেলের সন্ধান পেয়েছি যা বেশি দামে বিক্রি করার জন্য মজুত করা হয়েছিল। তাদেরকে ২ লাখ টাকা জরিমানা এবং তাদের দোকান ও গোডাউনকে সিলগালা করে দিয়েছি আমরা।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দোকানটির মালিক ইয়াসিন আরাফাত। তার বাবা চট্টগ্রাম জেলা পুলিশে একজন উপ-পরিদর্শক (এসআই)।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ আরো বলেন, এরপরে চট্টগ্রাম নগরীর ঝউতলা বাজারে আমরা অভিযান পরিচালনা করি। সেখানে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করায় একজন ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা এবং মূল্য তালিকা না থাকায় তিন দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles