সর্বশেষ

39.5 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

পেট্রোল পাম্প মালিকরা কর্মবিরতির কর্মসূচি পেছালেন

টপ নিউজ ডেস্কঃ জ্বালানি তেল বিক্রির ৭ শতাংশ কমিশনসহ পাঁচ দফা দাবি আদায়ে কর্মবিরতির কর্মসূচি পিছিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সরকারকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে ।

এর মধ্যে দাবি পূরণ না হলে আগামী ১৩ সেপ্টেম্বর ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে পেট্রল পাম্প বন্ধ রেখে ‘প্রতীকী কর্মবিরতির’ সংগঠনটি ঘোষণা দিয়েছে। এর আগে গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হক , দাবি পূরণ না হলে আগামী ৩১ আগস্ট ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে পেট্রল পাম্প বন্ধ রেখে তারা পালন করবেন ‘প্রতীকী কর্মবিরতি’ । কিন্তু রোববার বিকালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি-এর সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদলানো হয়েছে বলে সোমবার বিপিসির ঢাকার লিয়াজোঁ অফিসে নাজমুল হক এক সংবাদ সম্মেলনে জানান ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles