সর্বশেষ

36.1 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

পোশাক-জুতার মার্কেট ফাঁকা, নিত্যপণ্যেরও বিক্রি কম

টপ নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লাফিয়ে নিত্যপণ্যের দাম বাড়ছে । এতে গত একমাসে ১৫-২০ শতাংশ সংসার খরচ বেড়েছে । তবে এসময়ে চাকরিজীবীদের আয় বাড়েনি । বাধ্য হয়েই তারা চলছেন খরচ কাটছাঁট করে । এর প্রভাব পড়েছে বাজারেও। বেচাকেনা কমে গেছে । ব্যবসায়ীরা পড়েছেন অস্বস্তিতে । তারা বলছেন, সংসার খরচ বেড়ে যাওয়ায় মানুষ কমিয়ে দিয়েছে কেনাকাটা । যতটুকু প্রয়োজন কিনছেন ততটুকু । অনেকে সংসার চালাচ্ছেন টেনেটুনে । নেই বললেই চলে বিলাসীপণ্যের বিক্রি ।

চকবাজারে আগে দিনে শতকোটি টাকার কেনাবেচা হতো । এখন তা ২০-৩০ শতাংশ কমে নেমেছে ৭০-৮০ কোটিতে । পাইকাররা যারা বাজারে আসছেন, তারাও পণ্য কেনার পরিমাণ কমিয়ে দিয়েছেন আগের থেকে । এ তথ্য জানা যায় রাজধানীর প্রধান কয়েকটি পাইকারি বাজার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে। পাশাপাশি শপিংমলের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বিক্রেতা ও পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলোও একই তথ্য জানিয়েছে । পুরান ঢাকার মৌলভীবাজার। এটি রাজধানীর সবচেয়ে বড় নিত্যপণ্যের বাজার। মৌলভীবাজার ও বেগমবাজারের কিছু অংশ মিলে গড়ে উঠেছে বড় বড় ব্যবসাকেন্দ্র । ভোজ্যতেল, আটা, ময়দা, ডাল, চিনি, মসলা, গুঁড়া দুধসহ সব ধরনের পণ্যের এখানে কেনাবেচা হয় ।

সম্পাদনায়ঃপূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles